আন্তর্জাতিকঃ
হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বুকে ব্যথা ও সামান্য জ্বর নিয়ে রবিবার রাত ৯ টা নাগাদ দিল্লি এইমসে ভর্তি করা হন।

বর্তমানে কার্ডিও থোরাসিক ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, মনমোহন সিংকে সাধারণ বেডে রাখা হয়েছে। তার চিকিত্সার দায়িত্বে রয়েছেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক নীতীশ নায়েক।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, লকডাউনের আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন মনমোহন। চিকিত্সকরা তাকে বিশ্রামে থাকতে পরামর্শ দেন।

এর আগে ২০০৯ সালে একবার বাইপাস সার্জারি হয়েছে ভারতের এই সাবেক প্রধানমন্ত্রীর। এর পর থেকেই বেশ দুর্বল হয়ে পড়েন তিনি।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily