ডেস্ক রিপোর্টঃ
দেশের কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর কাজ শেষ পর্যায়ে। আসছে জুনের মধ্যে পদ্মা সেতু খুলে দেওয়া সম্ভাবনা রয়েছে। তাই ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পদ্মা সেতু দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে স্বপ্নের পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটে দেখেছেন দুই বোন।

খুব সকালে প্রধানমন্ত্রী পদ্মাসেতু দেখতে যাওয়ার উদেদশে বেরিয়ে গেলে বাস ভবনের চারিপাশের রাস্তা বন্ধ করে দেয় প্রশাসন। তখনই প্রশাসনের দায়িত্বরত পুলিশ, এসপিবিএন এর সদস্যরা প্রধানমন্ত্রীর পদ্মাসেতু দর্শনের বিষয়টি নিশ্চিত করেন।

এ ছাড়াও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে নেমে ১৬৫০ মিটার পথ হাঁটেন। এরপর জাজিরা প্রান্তে সেতুর সার্ভিস এরিয়ায় বোনকে নিয়ে সকালের নাস্তা করেন। পরিদর্শন শেষে ফের রাজধানীর উদ্দেশে রওনা হন।

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার সময় আকাশ পথে পদ্মা সেতু দেখেছিলেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। এখন পিচঢালাইয়ের কাজ চলছে, এটা শেষ হলেই শেষ। আমাদের টার্গেটের মধ্যেই ২০২২ সালের জুনে পদ্মা সেতু উদ্বোধন হবে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily