অর্থনীতিঃ
দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ রোববার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য হিসেবে প্রার্থীতা করছিলেন মনির উদ্দিন তালুকদার। তিনি মারা গেছেন।

জানা গেছে, ভোরে শিকলবাহা ইউনিয়নের নিজ ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মনির উদ্দিন তালুকদার।

তিনি শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপ্রার্থী হয়ে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন, শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মনির উদ্দিন তালুকদারের মৃত্যুর খবর পেয়েছি। আইন অনুযায়ী, তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

এ ভোটে মনির উদ্দিন তালুকদার নির্বাচিত হলে পরবর্তীতে ৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা।

-পি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily