বিনোদনঃ

জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এস আই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা পজিটিভ হওয়ার বিষয়টি শিল্পী নিজেই জানিয়েছেন।

আজ শুক্রবার (২১ আগস্ট) এস আই টুটুল তার ব্যক্তিগত ভেরিফাইয়েড ফেসবুক পেজে লেখেন, তিন দিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসার একটা রুমে আইসোলেশনে আছি। আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা। তোমাদের সবার কাছেই আমি অনেক অনেক ঋণী। সবাই আমার জন্য একটু দোয়া করো। আমার জানা অজানা ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিও।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি লেখেন, তোমাদের সবার উপর মহান প্রতিপালক এর কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। আমি আমার প্রতিটি নামাজ এ সবার জন্যেই দোয়া করি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। হে করুণাময় আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, সবাইকে তুমি হেফাজত করো। আমিন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily