অনলাইনঃ

করোনাভাইরাসে আক্রান্ত প্রবীণ চিকিৎসক ও ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার বিকেল পৌনে চারটায় মারা যান তিনি।

রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একুশে পদক জয়ী সাঈদ হায়দার। এর আগেও তিনি করোনায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে পর পর দুইবার করোনা নেগিটিভ রিপোট আসে।

ডা. সাঈদ হায়দারের বড় ছেলে বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আশরাফ হায়দার জানান, তার বাবা করোনা পরবর্তী নিউমোনিয়াতে আক্রান্ত হন।

আজ বাদ মাগরিক ডাঃ সাঈদ হায়দারের নামাজের জানাযা শেষে উত্তরা চার নম্বর সেক্টরে তাকে দাফন করার কথা রয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily