বিনোদনঃ

প্রখ্যাত আধুনিক গানের শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। ভ্যালেন্টাই ডে উপলক্ষে বিশেষ একটি গান নিয়ে ভক্তদের সামনে আসছেন এই রোমান্টিক কণ্ঠশিল্পী।

সম্প্রতি কলকাতায় গানটি রেকর্ডিং করা হয়েছে। গানটির শিরোনাম ‘শুধু তুমি’।

প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।

ভালোবাসা দিবসের এই গানটিতে ন্যান্সির সহশিল্পী হিসেবে রয়েছেন রিজভী ওয়াহিদ। এই গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে ভালোবাসা দিবসে।

এই গান নিয়ে গণমাধ্যমে ন্যান্সি বলেন, “নতুন এই গান ছাড়া কিছুদিন আগে রিজভীর সঙ্গে দুটি গান করেছিলাম। গান দুটির কথা-সুর করেছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানগুলোও ভালোবাসা দিবসে প্রকাশ করার কথা রয়েছে।”

নতুন গানের পাশাপাশি ‘দ্বিধা’-খ্যাত কণ্ঠশিল্পী ন্যান্সি স্টেজ শো আর টেলিভিশন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily