কূটনৈতিকঃ
করোনা রোধে ভারতে ‘লকডাউন’ জারির কারণে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আটকে থাকা আরো ৫২ জন বাংলাদেশী হরিদাসপুর ও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

কোলকাতা উপ-হাইকমিশনের কন্স্যুলার মো: বশির উদ্দিন আজ বিকেলে বাসস-কে এই তথ্য নিশ্চত করেছেন।

বশির জানান, এই নিয়ে গত তিনদিনে ভারতে আটকে পড়া ১শ ৯৪ জন বাংলাদেশী দেশে ফিরলেন। শনিবার ফিরেছেন ৬১ জন, এর মধ্যে পাঁচজনের দেহে তাপমাত্রা বেশি থাকায় তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। শুক্রবার ফিরেছেন ৮১ জন। দেশে ফিরে এরা সবাই ১৪ দিনের কোয়াররেন্টাইনে থাকতে রাজী হয়েছেন।

পেট্রাপোল ইমিগ্রেশন ম্যানেজার বাসস-কে বলেন, আজ বিকেল পর্যন্ত ছোট ছোট দলে দুরত্ব বজায় রেখে তারা ভারতের পেট্রাপোলের আনুষ্ঠানিকতা সেরে বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছান।

দু’দেশের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আলাপ-আলোচনার পর তাদেরকে ‘ঘরবন্দি’ দশা থেকে বের হয়ে বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারত কর্তৃপক্ষ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব আজকের ৫২ জনের ফেরার সংবাদ নিশ্চিত করেছেন।

-বাসস

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily