আন্তর্জাতিকঃ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন আরো ২ সপ্তাহ বাড়ালো ভারত। দেশটিতে লকডাউন আগামী ৩ মে পর্যন্ত ছিলই।

এই দফায় আগামী ৪ মে থেকে আরো দু’সপ্তাহ লকডাউন চলবে বলে শুক্রবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়।

অর্থাৎ ১৭ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন চলবে। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস’এর খবরে বলা হয়, তৃতীয় দফার লকডাউনে অরেঞ্জ ও গ্রিন জোনে কড়াকড়ি কিছুটা শিথিল করার কথা জানানো হয়েছে।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেয়া হিসেবে, এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩-এ। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ১১৪৭। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily