আন্তর্জাতিকঃ

ভারতের ছত্তিসগড়ে আসন্ন লোকসভা নির্বাচনী প্রচারণার চলাকালীন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গাড়ি বহরে হমলায় দলটির বিধায়ক ভীমা মানদাভিসহ ৫জন নিহতের খবর পাওয়া গেছে। মাওবাদীরা এই হামলা চালিছে বলে অভিযোগ করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এমন খবর প্রকাশ করে।

মঙ্গলবার বিকালে দেশটির লোকসভা (জাতীয়) নির্বাচনের মাত্র দুই দিন আগে ছত্তিসগড়ের দানতেওয়াড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ভীমার গাড়ি বহর নির্বাচনী প্রচার শেষে ওই এলাকা দিয়ে ফিরছিল।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, রাস্তার পাশে পুঁতে রাখা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণে ভীমাকে বহন করা গাড়ির কিছু অংশ উড়ে যায়। এরপর বিস্ফোরণে বেঁচে যাওয়া লোকজন বিধ্বস্ত গাড়ি থেকে বের হয়ে আসার চেষ্টা করলে ‘পাশেই লুকিয়ে থাকা মাওবাদীরা তাদের লক্ষ করে গুলি ছোঁড়ে।’

এর মধ্যেই ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। ছত্তিসগড়ের বাস্তার জেলায় আগামী ১১ এপ্রিল ভোট। এই জেলায় মাওবাদীরা অত্যন্ত সক্রিয়।

উল্লেখ্য, গত বছর বিধানসভা নির্বাচনে দানতেওয়াডা আসনে কংগ্রেসের দেভতি কর্মাকে হারিয়েছিলেন ভীমা।

-সূত্রঃ হিন্দুস্তান টাইমস

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily