আন্তর্জাতিকঃ
ভারতের অন্ধ্রপ্রদেশের একটি করোনা সেন্টারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডায় একটি হোটেলকে স্থানীয় হাসপাতাল কোভিড সেন্টার হিসেবে ব্যবহার করছিল। সেখানে স্থানীয় সময় ভোর ৫টার দিকে আগুন লাগে।

কীভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

পুলিশ সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করে হয়েছে ৩০ জন রোগীকে।
দমকল বাহিনীর তৎপরতায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে দমকল বিভাগ।

এর আগে গেলো বৃহস্পতিবার গুজরাটের এক কোয়ারেন্টিন সেন্টারে শর্টসার্কিট থেকে লাগা আগুনে ৮ জনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন হটস্পটে পরিণত হয়েছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ২১ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন সাড়ে ৪৩ হাজারে বেশি। রোগীদের জায়গা সংকুলান না হওয়ায় অনেক স্থাপনাকে অস্থায়ী করোনা সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

-জে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily