ভারতের রাজনীতিতে ‍প্রিয়দর্শিনী প্রিয়াংকা

আন্তর্জাতিকঃ
আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে এলেন ইন্দিরাগান্ধী নাতনী প্রিয়াংকা গান্ধী। ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে গতকাল প্রিয়াংকার নিয়োগ ঘোষণা করেন তার ভাই ও দলীয় প্রধান রাহুল গান্ধী।

সাধারণ নির্বাচনের মাত্র চার মাস আগে নেহরু-গান্ধী পরিবারের এ সদস্যের রাজনীতিতে আগমন কংগ্রেসের জনসমর্থনের পালে বাড়তি হাওয়া জোগাবে নিঃসন্দেহে।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পৌত্রী প্রিয়াংকা গান্ধী। আরেক সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও কংগ্রেস পার্লামেন্টারি বোর্ডের প্রধান সোনিয়া গান্ধীর কন্যা তিনি।

অনিন্দ্যসুন্দর মুখশ্রী ছাড়াও প্রিয়াংকার রয়েছে দাদির মতোই সম্মোহনী শক্তি ও অপরিসীম জনপ্রিয়তা। নব্বই দশকের শুরুতে রাজীব গান্ধীর মৃত্যুর পর থেকে কংগ্রেসের আপামর কর্মী-সমর্থকরা প্রিয়াংকাকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে আসছিলেন।

ভারতে ও ভারতের বাইরেও অনেকে লৌহমানবী ইন্দিরা প্রিয়দর্শিনীর সত্যিকার উত্তরাধিকার হিসেবে প্রিয়দর্শিনী প্রিয়াংকাকে ভেবে এসেছেন। কিন্তু পারিবারিক-সামাজিক এমনকি কিছু রাজনৈতিক অনুষ্ঠানে দলের শীর্ষ নেতাদের আশপাশে থাকলেও রাজনীতির মূলধারায় প্রিয়াংকার আসা হয়নি এতকাল। এরই মধ্যে দীর্ঘ সোনিয়া গান্ধী যুগ পেরিয়ে কংগ্রেস এসেছে রাহুল গান্ধীর নেতৃত্বে। রাজনৈতিক কারণে প্রতিপক্ষের মামলা-মোকদ্দমা-বাক্যবাণে জেরবার হয়েছেন প্রিয়াংকার স্বামী রবার্ট ভদ্র। তবে প্রিয়াংকা বরাবরই এসব আক্রমণের মুখে নীরব থেকেছেন, রেখেছেন সম্মানজনক দূরত্ব। এবার নির্বাচন সামনে রেখে একেবারে উত্তাল সময়ে রাজনীতির অকূলপাথারে বৈঠা বাইতে নামছেন প্রিয়াংকা গান্ধী।

গতকাল কংগ্রেসের এক বিজ্ঞপ্তিতে প্রিয়াংকাকে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্ব দিয়ে সাধারণ সম্পাদক পদে নিয়োগের কথা জানানো হয়েছে। উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের দায়িত্ব দেয়া হয়েছে আরেক সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। সারা দেশে সংগঠন গোছানোর দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন কেসি ভেনুগোপাল। এতদিন এ দায়িত্বে ছিলেন দলের প্রবীণ নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদকের কার্যনির্বাহের পাশাপাশি ভেনুগোপাল কর্ণাটক প্রদেশের বিশেষ দায়িত্বও পালন করবেন। আর এতদিন উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা গুলাম নবী আজাদ এখন থেকে হরিয়ানা প্রদেশে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রিয়াংকাকে নিয়োগের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তির তৃতীয় অনুচ্ছেদে। কিন্তু কংগ্রেসে দায়িত্বের এ পুনর্বণ্টনে তার অন্তর্ভুক্তিই যে সবচেয়ে বড় খবর, সেটা বোঝা যায় সামাজিক ও গণমাধ্যমের আলোচনায় এবং রাজনীতিকদের প্রতিক্রিয়ায়। বিজ্ঞপ্তি প্রকাশের ১ ঘণ্টার মধ্যে টুইটারে আলোচনার শীর্ষে উঠে যায় প্রিয়াংকা গান্ধীর নাম। প্রিয়াংকাকে তার বড় ভাই ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ব্রহ্মাস্ত্র বলেছে ভারতীয় গণমাধ্যম। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিজেপির কাছ থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ছিনিয়ে নেয়া রাহুল মোক্ষম সময়েই এ ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। আর রাহুল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে প্রিয়াংকাকে নিযুক্ত করেছেন, সেটা বোঝা যায় দায়িত্ব বণ্টনের দিকে তাকালে।

-ডিকে

FacebookTwitter