ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়ের বক্তৃতা শুরু

অনলাইনঃ
রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়ের বক্তৃতা শুরু হয়েছে। সন্ধ্যা পৌনে সাতটায় অনুষ্ঠান শুরু হয়।

ছবিমেলার আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক প্রখ্যাত আলোকচিত্রী ড. শহীদুল আলম জানতে চান কেন ঢাকায় এসেছেন অরুন্ধতী। জবাবে তিনি বলেন, আমি এসেছি আপনার জন্য। এখানে যারা আমাকে শুনতে এসেছেন তাদের জন্য। সন্ধ্যায় এ অনুষ্ঠান শুরুর কথা থাকলেও অনুমতি বিভ্রাটের কারণে তা কিছুটা দেরিতে শুরু হয়। এজন্য পূর্ব ঘোষণা অনুযায়ী অতিথিদের অনুষ্ঠানস্থলের বাইরে অপেক্ষায় থাকতে হয়।

অরুন্ধতীর এ বক্তৃতা অনুষ্ঠান মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে হওয়ার কথা ছিল। হল বুকিংও দেয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি বাতিল করায় আজ নতুন ভেন্যুতে অনুষ্ঠান করার কথা জানায় ছবিমেলা। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আলোকচিত্র উৎসব ছবিমেলায় অংশ নিতে অরুন্ধতী রায় এখন ঢাকা ।
-ডিকে

FacebookTwitter