ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডারের ভিডিও প্রকাশ

আন্তর্জাতিকঃ
দুইটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার ছবি ও ভিডিও প্রকাশের পর পাকিস্তানের গ্রেফতার হওয়া ভারতীয় বিমান বাহিনীর এক উইং কমান্ডারের ভিডিও প্রকাশ করলো পাকিস্তান।

সদ্য প্রকাশ করা ওই ভিডিও ইতিমধ্যেই প্রচার করা হচ্ছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে। এছাড়াও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি।

এর আগে দুইটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার ছবি ও ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)। বিমান বিধ্বস্ত হওয়ার আরেকটি ভিডিও প্রকাশ করেছে রেডিও পাকিস্তান।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের একটি বিমান কারিগরি ত্রুটির বিধ্বস্ত হয়েছে এবং আরেকটি বিমান পাইলটসহ নিখোঁজ।

এ বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গাফুর জানান, ‘বুধবার পাকিস্তান সীমান্তে প্রবেশ করেছে এমন দুইটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনা বাহিনী। এছাড়া এসময় একজন পাইলটকে আটক করা হয়েছে’।

অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের তিনটি যুদ্ধবিমান ভারতে প্রবেশ করে। তবে ভারতীয় বাহিনীর তোপের মুখে ফিরতে বাধ্য হয়েছে এসব বিমান।

-আরআই

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily