আন্তর্জাতিকঃ

সকল দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের জন্য ভারতকে আবার আলোচনার প্রস্তাব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার রাতে ইসলামাবাদে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। খবর দ্য ডনের। ইমরান খান সাংবাদিকদের বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যকার সমস্যা সমাধানে একমাত্র উপায় হচ্ছে নিঃশর্ত আলোচনা।’

এছাড়া তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব গ্রহণের পর ভারতকে যে আহ্বান জানান সেটি আবার তুলে ধরেন। তিনি বলেন, দুইদেশের সম্পর্কের উন্নয়নের জন্য ভারত এক পা এগোলে পাকিস্তান দুই পা এগোবে। ভারতের সঙ্গে সমঝোতা করতে পাকিস্তানের নীতি নির্ধারকেরা সদা প্রস্তুত আছে।

এছাড়া তিনি কাশ্মির প্রসঙ্গ নিয়ে বলেন, আমাদের দুই দেশের উচিৎ নিজেদের স্বার্থের কথা চিন্তা করে কাশ্মিরের সমস্যা সমাধান করা।

-আইডি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily