অনলাইনঃ
বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের নাতনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও বৃটিশ লেবার দলের এমপি টিউলিপ সিদ্দিক মা হয়েছেন বৃহস্পতিবার।
সন্তানের নাম রেখেছেন রাফায়েল মুজিব সেইন্ট জন পারসি। জন্মের সময় তার ওজন ছিল ৬ পাউন্ড ৬.৯ আউন্স। পারসির ছবি প্রকাশ করেছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এর দুদিন আগে টিউলিপ সিদ্দিক গুরুত্বপূর্ণ ব্রেক্সিট চুক্তির বিষয়ে ভোট দিতে বৃটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে উপস্থিত হন।
ব্রেক্সিটের ভোটের দিনই তার সিজারিয়ান অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু ভোট দেয়ার জন্য তিনি সন্তান জন্ম দেয়ার পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করেন। ছেলে রাফায়েলের ছবি টিউলিপ সিদ্দিকই শেয়ার করেছেন শনিবার।