অনলাইনঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সিনিয়র আইনজীবি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা গুরুতর বিধায় তাকে ইউনাইডেট হাসপাতাল হইতে আজ ১৮ জুন ২০১৯ তারিখে দুপুর ১:২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারওয়েজে ফ্লাইট নং SQ449 Airbus A330-300 তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সেখানে ন্যাশনাল ইউনির্ভার্সিটি হসপিটালে তার মেরুদন্ডে অস্ত্রোপচার করা হবে।

নিউরো সার্জন অধ্যাপক অং হি কিটের অধীনে মেরুদন্ডে অস্ত্রোপচার সম্পন্ন হবে। ব্যারিস্টার রফিক ইসলাম মিয়ার সঙ্গে তার সহধর্মিনী প্রফেসর ড. শাহিদা রফিক ও তার দুই ছেলে মাশরুর রফিক মিয়া ও শাহপুর রফিক মিয়া গেছেন।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily