স্পোর্টস ডেস্কঃ
যে দল জিতবে, ফাইনালের টিকেট পাবে তারাই। এমন সমীকরণে ফেভারিট পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
এশিয়া কাপের সুপার ফোরে বাঁচা-মরার এই লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১৩ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়েছে। রান করেছে মাত্র ৪০। মাঠ ছেড়েছেন- সৌম্য সরকার, মুমিনুল হক, লিটন দাশ।
এদিকে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সবচেয়ে বড় চমক বাংলাদেশ একাদশে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোটের কারণে বাইরে রাখা হয়েছে তাকে। তার বদলে দলে নেয়া হয়েছিলো মুমিনুল হককে।
এ ছাড়া দলে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। ফিরেছেন পেসার রুবেল হোসেন স্পিনার নাজমুল ইসলাম অপুর জায়গায়।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
-আরবি