সারাদেশঃ

গাজীপুরে প্রাইম ব্যাংকের শাখায় বোমা হামলার হুমকি দিয়ে টাকা লুটের চেষ্টা করা হয়েছে। এ ঘটনার অভিযুক্ত আবু বকর (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ব্যাংক ম্যানেজারকে জিম্মি করে টাকা লুটের পরিকল্পনা করেছিলেন তিনি।

১৬ সেপ্টেম্বর, বুধবার দুপুর ১২টা ২৩মিনিটে চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত ওই ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে।

আটক আবু বকরের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জের। তিনি গাজীপুর মহানগরীর গাছা বোর্ডবাজার এলাকার বেলমন্ট গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক। তিনি বোর্ডবাজারের বটতলা এলাকায় বসবাস করেন।

এ বিষয়ে বাংকের নিরাপত্তাকর্মী মো. শামীম জানান, বুধবার দুপুরে ওই যুবক কাঁধে একটি ব্যাগ নিয়ে শাখা ম্যানেজার ফরিদ আহমেদের কক্ষে ঢুকে।

পুলিশ জানায়, ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কক্ষে প্রবেশ করে তার ব্যাগে বোমা রয়েছে বলে জানান আবু বকর। এ সময় বোমা দিয়ে ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন তিনি। বিষয়টি বুঝতে পেয়ে আবু বকরকে কৌশলে আটকে রেখে পুলিশে খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

আরো জানায়, এ সময় বোমা আতঙ্কে ব্যাংকের শাখা কার্যালয়সহ আশেপাশের দোকান-পাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু বকরকে আটক করে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়। বুধবার বিকেলে তারা সতর্কতার সঙ্গে দ্বিতীয় তলা থেকে বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।

গাজীপুর পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া জানান, ওই যুবককে আটক করে কৌশলে ব্যাগটি নিয়ে নেয় পুলিশ। এরপর তাকে বাসন থানা পুলিশে স্থানান্তর করার পর ঢাকায় বোমা ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়।

তিনি আরো জানান, দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা সিটি কাউন্টার টেরিরিজম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের বোমা ডিসপোজাল সদস্যরা ব্যাংকে পৌঁছান। পরে পরীক্ষা-নিরীক্ষা করে শাপলা ম্যানশনের সামনে ব্যাগে থাকা বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটানো হয়।

আজাদ মিয়া আরো বলেন, ‘বোমা দিয়ে ব্যাংকের ম্যানেজারকে জিম্মি করে টাকা লুটের চেষ্টার অভিযোগে আবু বকরকে আটক করা হয়েছে। জঙ্গি বা অন্য কোনো দুর্বৃত্ত এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

-টি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily