ব্যাংকে লেনদেনের সময়সীমা বাড়লো

ব্যাংকে লেনদেনের সময়সীমা বাড়লো
ব্যাংকে লেনদেনের সময়সীমা বাড়লো

অর্থনীতিঃ
করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটিতে সীমিত সময়ে চলা ব্যাংক লেনদেন সময় আধা ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১০ মে থেকে সকাল ১০টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

এছাড়া জেলার পাশাপাশি উপজেলা পর্যায়েও প্রতিটি ব্যাংকের (যে ব্যাংকের শাখা আছে) অন্তত একটি শাখা খোলা রাখতে হবে।

৫ মে, মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে বর্তমানে রাজধানীর মতিঝিল, দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদ এলাকায় সব শাখা বেলা ২টা পর্যন্ত লেনদেন এবং তিনটা পর্যন্ত খোলা রাখা হয়। দেশের অন্য এলাকায় একটা পর্যন্ত লেনদেন এবং ২টা পর্যন্ত খোলা থাকে।

এছাড়া আগের নির্দেশনায় অনলইন সুবিধা থাকা ব্যাংকের শুধুমাত্র মহানগর ও জেলায় পর্যায়ে (যাদেও শাখা আছে) অন্তত একটি শাখা খোলা রাখতে বলা হয়েছিল। তবে এবারে প্রতিটি উপজেলায় অন্তত একটি শাখা খোলা রাখতে হবে।

FacebookTwitter