ডেস্ক রিপোর্টঃ

বেসরকারি পর্যায়ে ১২৫ প্রতিষ্ঠানকে দুই লাখ ৪৬ হাজার টন নন-বাসমতি সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য অনুমতি দেওয়া হচ্ছে।

এর মধ্যে নন-বাসমতি সিদ্ধ চাল দুই লাখ ৪ হাজার টন এবং ৪২ হাজার টন আতপ চাল।

সোমবার (৪ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, নিন্মোক্ত ব্যক্তি-প্রতিষ্ঠান বরাবরে ছকে উল্লেখিত পরিমাণ নন-বাসমতি সিদ্ধ ও আতপ চাল শর্ত সাপেক্ষে আমদানির অনুমতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শর্তগুলো হলো-
আগামী ২৫ জুলাইয়ের মধ্যে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এলসি খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে (sasep@mofood.gov.bd) অবহিত করতে হবে।

বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ১৭ আগস্টের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে।

আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে।

বরাদ্দের অতিরিক্ত আইপি (ইম্পোর্ট পারমিট) ইস্যু-জারি করা যাবে না।

আমদনিকৃত চাল সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না।

আমদানিকৃত বস্তায় চাল বিক্রয় করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে ব্যর্থ হলে এ বরাদ্ধ আদেশ বাতিল বলে গণ্য হবে। যেসব প্রতিষ্ঠান চাল আমদানী করার অনুমতি পেয়েছে তাদের নামের তালিকাঃ

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily