বেশি দামে মাস্ক বিক্রির অভিযোগে দারাজে র‌্যাবের অভিযান

বেশি দামে মাস্ক বিক্রির অভিযোগে দারাজে র‌্যাবের অভিযান
বেশি দামে মাস্ক বিক্রির অভিযোগে দারাজে র‌্যাবের অভিযান

আইন আদালতঃ

রাজধানীর বনানীতে দারাজ ডটকম ডটবিডির অফিসে অভিযান চালাচ্ছে র‍্যাব। তাদের ওয়েবসাইটে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে মাস্ক বিক্রির প্রমাণ রয়েছে র‍্যাবের কাছে।

১৫ মার্চ, রবিবার বিকেলে অভিযানটি শুরু হয়। অভিযানটির নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এর অন্যতম হচ্ছে সবার জন্য মাস্কের মূল্য নির্ধারণ।

তবে দারাজের ওয়েবসাইটে সরকার নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির বিজ্ঞাপন দেয়া হয়েছে। তাই এই অভিযান চলছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।’

-কেএম

FacebookTwitter