বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা ২ ট্রাক ইমিটেশন জুয়েলারি পণ্য আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
মংগলবার রাতে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর নিদের্শে কাস্টমস আই আর এম এর প্রতিনিধি দলটি অভিযান চালিয়ে বেনাপোল বন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে ট্রাক দুটি আটক করে। এ সময় জব্দ করা হয়েছে ওই ট্রাক দুটির চাবিসহ সব কাগজপত্র।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়, আটক করা পণ্য চালানটির আমদানিকারক ঢাকার ‘আনাস এন্টারপ্রাইজ’। পণ্য চালানটির রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের জেইন এক্সপোর্ট। রাতে পণ্য চালানটি ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। যার কাস্টমস মেনিফেস্ট নম্বর-৩৯৯৬১/২।

আমদানিকারক প্রতিষ্ঠান পণ্যটি আমদানি করার জন্য গত ১ নভেম্বর ঢাকার মেঘনা ব্যাংক লিমিটেড থেকে একটি এলসি খোলেন। যার এলসি নম্বর-০০০০৩২৫২১৮০১০৩৪০।

পণ্য চালানটির আমদানি মূল্য দেখানো হয়েছে ২৬ হাজার ১৬২ মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৯২ হাজার টাকা। পণ্য চালানটিতে আমদানিকৃত পণ্যের ঘোষণায় আছে প্লাস্টিক বেংগল অ্যান্ড আদার্স পন্য।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা পণ্যবোঝাই দুটি ভারতীয় ট্রাক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে সংবাদে জানা যায়, একজন আমদানিকারক ভারত থেকে মিথ্যা ঘোষণার মাধ্যমে পণ্য চালান বেনাপোল বন্দরে নিয়ে আসছেন। এমন সংবাদে রাতে আইআরএম টিমের প্রতিনিধি সহকারী রাজস্ব কর্মকর্তা মো¯তফা আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে বন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে পণ্যবোঝাই দুটি ভারতীয় ট্রাক (যার নম্বর-ডাব্লিউবি-৫১-৭০৮৬ ও ডাব্লিউবি-২৫বি-২৩৭৬) আটক করে বেনাপোল কাস্টম হাউসে নিয়ে আসা হয়। ‘

আটক ট্রাক দুটির চালক দুলাল দাস এবং তপনকুমার প্রাথমিকভাবে জানান, তাদের গাড়িতে ইমিটেশন জুয়েলারি জাতীয় পণ্য আছে। পণ্যের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টকে এখানো পাওয়া যায়নি,’ বলেন কাস্টমস কর্মকর্তা উত্তম চাকমা।

ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily