আপনারা জানেন, আমি কতবার পুলিশ একাডেমিতে লেকচার দিতে গেছি। বেআইনি অর্ডার মেনে নেওয়া একটা অপরাধ। ড. কামাল হোসেন ‘আইজি (পুলিশের মহাপরিদর্শক) সাহেব, এডিশনাল আইজি (পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক) সাহেবদের উদ্দেশে বলেন।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এসব বলেন ড. কামাল হোসেন। ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

পুলিশের উদ্দেশে ড. কামাল হোসেন আরো বলেন. ‘যদি বেআইনি আদেশ হয়, এটা আপনার কর্তব্য, সাংবিধানিক কর্তব্য যে আপনারা বলবেন, ক্ষমা করেন এ আদেশ বেআইনি, আমি মানতে পারি না।’

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, ‘সামরিক বাহিনী ভাইয়েরা, আপনারা এটা মোটেই করবেন না, এটা আমি ধরে নেব। আপনারা অন্তত এ দেশে আমাদের যে ভোটাধিকার, সেটা রক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো দায়িত্ব নাই।’

ক্ষমতাসীনদের উদ্দেশে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘ভয় দেখাও, আসো সামনাসামনি। আমি ভয় পাই না। আমি চ্যালেঞ্জ করছি।’

ড. কামাল বলেন, ‘১৬ কোটি মানুষকে মেরে ফেলতে পারবে না। যারা হুমকি দাও, তোমরা কাপুরুষ। এভাবে যারা হামলা করে, তারা তো কাপুরুষ; সাহস থাকে তো সামনে আসেন। চ্যালেঞ্জ দিয়ে বলছি, আসো সামনাসামনি। কয় লাখ লোক মারবে? সব মানুষ মারতে পারবা না।’

সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘ভোটের অধিকার আমাদের কাজে লাগাতে হবে দেশের মালিক হিসেবে।’

ভোটারদের উদ্দেশে ড. কামাল বলেন, ‘আপনারা ৩০ ডিসেম্বর গুনে গুনে ভোট দিয়ে আসবেন। আপনার ভোট যাতে হাইজ্যাক, জালিয়াতি করতে না পারে।’

তিনি বলেন, ‘অনির্বাচিতরা এখন দেশ শাসন করছে। এটা মেনে নিতে পারি না। আমাদের যে ঐক্য আছে, সেটা এগিয়ে নিতে হবে। কোনো স্বৈরাচারের মালিকের হাতে দেশ দেব না।’

কামাল হোসেন বলেন, ‘স্বাধীন দেশে কেউ প্রজা নয়। তারা নাগরিক। যাঁরা প্রজার কথা বলছেন, মাথা ঠিক করে কথা বলেন। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের যেন কেউ আর প্রজা বলতে না পারে, তার জন্য ৩০ তারিখ দেখিয়ে দিতে হবে। আর মাত্র পাঁচ দিন আছে। আপনারা ভোটের মাধ্যমে দেখিয়ে দিন। আমাদের যেন কেউ আর প্রজা বলতে না পারে। আমরা প্রজা না। আমরা নাগরিক। স্বাধীন দেশের মানুষ কেউ প্রজা না। তারা নাগরিক। নাগরিকের দায়িত্ব আছে, কর্তব্যও আছে।’

সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান প্রমুখ।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily