শিল্প ও সাহিত্যঃ
শুক্রবার সন্ধ্যা ৭টায় অমর একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা তওহীদ প্রকাশন থেকে প্রকাশিত ‘বি প্যারেন্টস’ ও ‘পর্দাপ্রথার গোঁড়ার কথা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

তওহীদ প্রকাশনের স্বত্বাধিকারী এস এম সামসুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত অমর একুশে বইমেলা গ্রন্থ উন্মোচন মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইদুটির মোড়ক উন্মোচন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, নারী ও শিশু বিষয়ক জাতীয় কমিটির সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘বি প্যারেন্টস’ বইয়ের লেখিকা আপন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট মনোবিজ্ঞানীয় ডা. সুলতানা রাজিয়া, ‘পর্দাপ্রথার গোঁড়ার কথা’ বইয়ের লেখক রাকিব আল হাসান, কথা সাহিত্যিক ইলা ইয়াসমিন, সাবেক সচিব জাফর আহমেদ, কবি ও সাহিত্যিক রিয়াদুল হাসান প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ওবায়দুল হক বাদল, দৈনিক বজ্রশক্তির নির্বাহী সম্পাদক শফিকুল আলম ওখবাহসহ কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily