অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মহাব্যবস্থাপক (জিএম-সম্প্রসারণ) মো. শরীফুল ইসলাম ভূঞা (৫৮) ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
গত ৯ই জুলাই সকালে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ। তাকে আর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। এ ঘটনায় গত মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৮০৩) করা হয়েছে।
জিডিতে তিনি হতাশায় ভুগছেন বলে উল্লেখ করেছেন স্ত্রী লায়লা জেসমিন। তিনিও বিসিক কর্মকর্তা।
এর দেড় মাস আগে আরো একবার নিখোঁজ হন বলে জানা গেছে। পরে শরীফুলকে বরিশালে পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, বিসিকের এক জিএম নিখোঁজের একটি অভিযোগ এসেছে। আমর চেষ্টা করছি। পুলিশের সংশ্লিষ্ট সব ইউনিটে জানানো হয়েছে।
তার স্ত্রীর ভাই আলী আহমেদ বলেন, গত ৯ই জুলাই সকালে অফিসে যাওয়া আগে পেটের সমস্যা উল্লেখ করে ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন ভগ্নিপতি। স্ত্রী অফিসে গিয়ে তাকে ফোন দিলে আর মোবাইল রিসিভ হয়নি। পরে বাসার সিসিটিভি ফুটেজে তাকে সাধারণ পোশাকে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। তিনি ডায়াবেটিসের রোগী।
বছর খানেক আগে তার পিতা মারা যান। একমাত্র মেয়ে পড়ালেখা করতে স্বামীসহ যুক্তরাষ্ট্রে গেছে। তারপর থেকেই কিছুটা মনমরা। এর আগেও তিনি একবার নিখোঁজ হন।
-ডিকে