বিসিএস বিশেষ প্রস্তুতি – ১ :

১। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে ?

ক) ১৯০৯                         খ) ১৯০৭

২। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের ছদ্মনাম ?

ক) ভিমরুল                      খ) অনিলা দেবী

৩। ‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে ?

ক) প্যারিচাঁদ মিত্র              খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪। ‘অনীক’ শব্দের অর্থ –

ক) সূর্য                             খ) সৈনিক

৫। জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত ?

ক)মধ্যপদলোপী কর্মধারয় খ) উপমান কর্মধারায়

৬। বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?

ক) ১২১১                          খ) ১২০৪

৭। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?

ক) সন্দ্বীপ                        খ) বরিশাল

৮। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে ?

ক) ৪টি                            খ) ৫টি

৯। বাংলাদেশের নদী গবেষণা ইন্সটিউট কোথায় ?

ক) ফরিদপুর                    খ) চাঁদপুর

১০। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয় ?

ক) ১-১০-০৭                    খ) ১-১১-০৭

১১। কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয় ?

ক)  ১৮৬৩                       খ) ১৮৬৮

১২। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ?

ক) ২৬ জুন                      খ) ১০ ডিসেম্বর

১৩। সংকর ধাতু পিতলের উপাদান-

ক) তামা ও নিকেল            খ) তামা ও দস্তা

১৪। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-

ক) গামা রশ্মি                    খ) কসমিক রশ্মি

১৫। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?

ক) জমিতে নাইট্রোজেন ধরে রাখা  খ) পানি সেচ

সঠিক উত্তর – ১(খ) , ২(খ) , ৩(ক) , ৪(খ) ,

 ৫(ক) , ৬(খ) , ৭(খ) , ৮(ক) , ৯(ক) , ১০(খ) ,

 ১১(ক) , ১২(খ) , ১৩(খ) , ১৪(ক) ,১৫(খ)  

-জেডএইচ

FacebookTwitter