বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:

  • জন্ম- ২৬শে জুন ১৮৩৮ ( ১৩ ই আষাঢ় ১২৪৫)
  • জন্মস্থান – কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।
  • ঔপন্যাসিক ও বাঙালির নবজাগরণের অন্যতম অগ্রদূত।
  • সাহিত্যচর্চায় আত্মনিয়োগ – সম্বাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে।
  • প্রথম বাংলা উপন্যাস – দুর্গেশনন্দিনী (বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস )
  • দ্বিতীয় উপন্যাস – কপালকুন্ডলা।
  • হিন্দুর বাহুবলা ও বীরত্ব রুপায়িত হয়েছে – রাজসিংহ, আনন্দমঠ উপন্যাসে।
  • নিস্কাম ধর্মের ব্যাখ্যা উপস্থাপিত হয়- দেবী চৌধুরাণী, সীতারাম উপন্যাসে।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয় কারণ তিনিই প্রথম পাশ্চাত্যরীতি অবলম্বন করে একটি পরিপূর্ণ আখ্যান রচনা করেন।
FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily