বিসিএস প্রস্তুতি: লেখক পরিচিতি

দীন বন্ধু মিত্র :

  • ১৮৩০ সালে নদীয়া জেলার চৌবেড়ীয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৩ সালে মাত্র ৪৩ বছর বয়সে অকাল মৃত্যু বরণ করেন।
  • তাঁর বাল্যনাম ” গন্ধর্ব নারায়ণ মিত্র”। বন্ধুদের ঠাট্টার কারনে নিজেই নাম পাল্টে রাখেন দীন বন্ধু মিত্র।
  • অত্যন্ত দরীদ্র পরিবারে জন্ম কিন্তু অধিক মেধাবী হয়ার কারণে বৃত্তি নিয়ে লেখাপড়া চালাতেন।
  • লেখাপড়া শেষে ব্রিট্রিশ সরকারের অধীনে ডাক বিভাগে চাকরি পান। ডাক বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা হয়েছিলেন। কিন্তু তিনি উপযুক্ত বেতন পাননি।
  • ব্রিটিশ সরকার তাকে রায়বাহাদুর উপাধি দেয়।
  • সাহিত্য জীবন শুরু হয় ঈশ্বরচন্দ্রগুপ্তের প্রেরণায়।
  • তাঁর অধিকাংশ কবিতা প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর (সম্বাদ প্রভাকর) এবং প্রভাতী সম্ভাশন পত্রিকায়।
  • তাঁর ২টি কাব্য গ্রন্থ হলো – সুরধুনী ও দ্বাদশ কবিতা।
  • তাঁর ২ টি বিখ্যাত প্রহসন – সধবার একাদশী ও বিয়ে পাগলা বুড়ো। তাঁর আরেকটি প্রহসন হলো জামাই বারিক।
  • তাঁর উল্লেখযোগ্য রচনাবলী – নীলদর্পণ, নবীন তপস্বিনী, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, সুরধুনী কাব্য, দ্বাদশ কবিতা, কমলে কামিনী।
  • তাঁর শ্রেষ্ঠ সাহিত্য কর্ম – নীলদর্পণ নাটক।

আগামী পর্বে নীলদর্পণ নাটক সম্পর্কে বিস্তারিত লেখা হবে।

FacebookTwitter