দীন বন্ধু মিত্র :

  • ১৮৩০ সালে নদীয়া জেলার চৌবেড়ীয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৩ সালে মাত্র ৪৩ বছর বয়সে অকাল মৃত্যু বরণ করেন।
  • তাঁর বাল্যনাম ” গন্ধর্ব নারায়ণ মিত্র”। বন্ধুদের ঠাট্টার কারনে নিজেই নাম পাল্টে রাখেন দীন বন্ধু মিত্র।
  • অত্যন্ত দরীদ্র পরিবারে জন্ম কিন্তু অধিক মেধাবী হয়ার কারণে বৃত্তি নিয়ে লেখাপড়া চালাতেন।
  • লেখাপড়া শেষে ব্রিট্রিশ সরকারের অধীনে ডাক বিভাগে চাকরি পান। ডাক বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা হয়েছিলেন। কিন্তু তিনি উপযুক্ত বেতন পাননি।
  • ব্রিটিশ সরকার তাকে রায়বাহাদুর উপাধি দেয়।
  • সাহিত্য জীবন শুরু হয় ঈশ্বরচন্দ্রগুপ্তের প্রেরণায়।
  • তাঁর অধিকাংশ কবিতা প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর (সম্বাদ প্রভাকর) এবং প্রভাতী সম্ভাশন পত্রিকায়।
  • তাঁর ২টি কাব্য গ্রন্থ হলো – সুরধুনী ও দ্বাদশ কবিতা।
  • তাঁর ২ টি বিখ্যাত প্রহসন – সধবার একাদশী ও বিয়ে পাগলা বুড়ো। তাঁর আরেকটি প্রহসন হলো জামাই বারিক।
  • তাঁর উল্লেখযোগ্য রচনাবলী – নীলদর্পণ, নবীন তপস্বিনী, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, সুরধুনী কাব্য, দ্বাদশ কবিতা, কমলে কামিনী।
  • তাঁর শ্রেষ্ঠ সাহিত্য কর্ম – নীলদর্পণ নাটক।

আগামী পর্বে নীলদর্পণ নাটক সম্পর্কে বিস্তারিত লেখা হবে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily