আন্তর্জাতিকঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।

এর আগে ট্রাম্প সংস্থার বার্ষিক তহবিল ৪০ কোটি মার্কিন ডলার বাতিল এবং নিজেদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছিলেন।

ট্রাম্প প্রশাসন এখন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বরাবরে আনুষ্ঠনিক নোটিশ পাঠিয়েছেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন।

আগামী ৬ জুলাই, ২০২১ সালের মধ্যে এ প্রত্যাহার কার্যকর হবে। এদিকে চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় থেকে যাবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে গুতেরেসের একজন মুখপাত্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে এর একদিন আগে স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, কোভিড -১৯ মোকাবেলায় জরুরি প্রয়োজন জাতীয় ঐক্য ও আন্তর্জাতিক সংহতি।

উল্লেখ্য, মে মাসের শেষে করোনা ভাইরাস নিয়ে চীনের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ট্রাম্প প্রথমে তহবিল দেয়া বন্ধ এবং পরে সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ তহবিল যোগানদাতা দেশ।

-বাসস

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily