খেলার খবরঃ
আর্জেন্টিনা দল বাংলাদেশে! জ্বী, ঠিকই শুনছেন। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায় চলতি বছরের জুনে বাংলাদেশের পা রাখবে আর্জেন্টিনা। শুধু আসবেনই না, খেলবেন প্রীতি ম্যাচও।

লিওনেল মেসির নেতৃত্বে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন আর্জেন্টনা দলকে বাংলাদেশের আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। সময় গড়িয়েছে, সালাউদ্দিনের চেষ্টা সফল হতে চলছে।

দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলোর বরাতে জানা যায় আসছে জুনে বাংলাদেশে পা রাখবেন মেসি–ডি মারিয়ারা। দিনক্ষণ চূড়ান্ত না হলেও প্রায় সব কথাবার্তা ঠিকঠাক বলেও জানান সালাউদ্দিন।

সালাউদ্দিন বলেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর প্রায় চূড়ান্ত। এখন টার্মস ও কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।

আর্জেন্টিনা জানিয়েছে তারা জুনে আসতে চায়। কোনো সমস্যা না হলে জুনেই আসবে মেসিরা।’

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily