১৫, ১৬,১৭ ফেব্রুয়ারি
অনলাইনঃ
ইজতেমা নিয়ে বিরোধের আপাত অবসান হয়েছে গতকাল। ফেব্রুয়ারি মাসে একটি ইজতেমা করতে সম্মত হয়েছে তাবলীগের বিবদমান দু’পক্ষ।
আজ ২৪ জানুয়ারি, বৃহস্পতিবার তারিখও নির্ধারন করা হলো। আসছে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি এক পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে।
দুই পক্ষের মুরুব্বীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকটি শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, একপক্ষ তারিখ ঠিক করেছিলেন ৮ তারিখ থেকে শুরু হবে। আরেক পক্ষ প্রস্তাব করেছিলেন ২২ তারিখ শুরু হবে। আমরা মাঝখানের একটা সময় ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি করার প্রস্তাব করি। উভয়পক্ষ তা মেনে নিয়েছেন।
শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমরা কোনোকিছু চাপায়া দেই নাই। উভয়পক্ষ নিজেরাই প্রস্তাব মেনে নিয়েছেন।
এর আগে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুপক্ষের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, উনি (মাওলানা সাদ কান্ধলভী) এবার আসবেন না। বৈঠকে সেরকম সিদ্ধান্ত হয়েছে। ইজতেমা দুবারে (দুই পর্ব) নাকি একবারে হবে, সে বিষয়ে কাল (আজ) সিদ্ধান্ত হবে।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ওই বৈঠকে ছিলেন। বৈঠক শেষে তিনি বলেন, এবার ইজতেমা একটাই হবে। কোনো বিভক্তি হবে না। দুপক্ষের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতেও যাতে একসঙ্গেই হয়, এজন্য যখন যা করা দরকার করা হবে।
দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে তাবলিগের শূরা সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসেফুল ইসলাম এবং দেওবন্দপন্থীদের মধ্যে শূরা সদস্য মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ বৈঠকে ছিলেন। আরও ছিলেন শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বারান্দায় দুপক্ষের মুরব্বিদের কোলাকুলি ও কান্নাকাটি করতে দেখা যায়।
-ডিকে