করোনা সংবাদঃ
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (৯ এপ্রিল, সকাল ৯টা) ৮৮ হাজার ৪৯৫ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি।

আর মোট ১৫ লাখ ১৮ হাজার ৫১৮ জন মানুষ এ পর্যন্ত কোভিড-১৯ নামের এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের সংখ্যার শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রেই গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১ হাজার ৯২৬ জনের। এছাড়া যুক্তরাজ্যেও একদিনে সর্বোচ্চ ৯শ’র বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

এখন পর্যন্ত ৫টি দেশে লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৩৪ হাজার ৯২৭ মানুষ আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রেই। আক্রান্তের দিক দিয়ে তাদের ধারেকাছে নেই কোনো দেশ। দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে ১ লাখ ৪৮ হাজার ২২০ জন রোগী শনাক্ত হয়েছেন। আর মৃত্যুর সংখ্যা শীর্ষে থাকা ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন। এছাড়া জার্মানিতে ১ লাখ ১৩ হাজার ২৯৬ জন এবং ফ্রান্সে ১ লাখ ১২ হাজার ৯৫০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া কোভিড-১৯ চারটি দেশে ১০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে। এর মধ্যে ১৭ হাজার ৬৬৯ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। এছাড়া যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ৭৮৮ জন, স্পেনে ১৪ হাজার ৭৯২ জন এবং ফ্রান্সে ১০ হাজার ৮৮৯ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এছাড়া যুক্তরাজ্যে এতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ইরানে ৩ হাজার ৯৯৩ জন, চীনে ৩ হাজার ৩৩৫ জন, জার্মানিতে ২ হাজার ৩৪৯ জন, নেদারল্যান্ডসে ২ হাজার ২৪৮ জন, বেলজিয়ামে ২ হাজার ২৪০ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এখন পর্যন্ত গোটা বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হওয়াদের মধ্যে ৩ লাখ ৩০ হাজার ৫৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ৮ মার্চ প্রথম বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর এক মাসে দেশে ২১৮ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এরমধ্যে ২০ জন মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে চীনের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে ভাইরাসটি।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily