আন্তর্জাতিকঃ

লকডাউনের সাথে সাথে বাচ্চাদেরকেও বাড়িতে আটকে থাকতে হয়। এতে বাবা-মায়ের বাড়ির কাজের সাথে সাথে বাচ্চাদের যত্ন নেয়া ও বিনোদন দেয়ার মতো দ্বিগুণ কর্তব্য পালন করতে হয়।

তাই বাড়িতে শিক্ষক হিসেবে বাবা-মায়ের বোঝা কিছুটা কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্সট লেডি এবং লেখক মিশেল ওবামা বিশ্বব্যাপী সমস্ত বাচ্চাদের জন্য, শিক্ষকতার পদক্ষেপ নিচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, ‘এই সময়ে যখন এতগুলো পরিবার এত বেশি চাপের মধ্যে রয়েছে তখন আমি বাচ্চাদের তাদের পড়া অনুশীলন করা এবং কিছু দুর্দান্ত গল্প শোনার জন্য (বাবামাতা এবং তত্ত্বাবধায়কদের একটি অতি প্রয়োজনীয় বিরতি দেয়ার জন্য) উৎসাহিত করছি।’

একটি প্রকাশনা সংস্থার সাথে অংশ নিয়ে তিনি একটি সাপ্তাহিক পাঠচক্র পরিচালনা করবেন। এ পাঠচক্রের নাম হচ্ছে ‘মানডে ইউথ মিশেল ওবামা।’

এটি এপ্রিলের ২০ তারিখ থেকে শুরু হয়েছে এবং ১১ মে অবধি চলবে।

এখানে শিশুদেরকে তিনি বই পড়ে শুনাবেন, তার নিজের পছন্দের কয়েকটি শিশুদের বই তাদের সাথে ভাগ করে নেবেন এবং পড়ার প্রতি তার নিজের ভালবাসার কথাও বলবেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily