অনলাইনঃ

সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারীরা প্রাক-ভিসা ছাড়াই বিশ্বের ১৬৭টি দেশ ভ্রমণ করতে পারবেন। এর ফলে জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা লাভ করলো আরব আমিরাত।

শনিবার একটি অনলাইন র‌্যাঙ্কিং ওয়েবসাইট নতুন এ তালিকা প্রকাশ করেছে। এছাড়াও, আরব আমিরাতের পাসপোর্টধারী যে কেউ চাইলে ৫৪টি দেশে অন অ্যারাইভাল ভিসা সুবিধা নিতে পারবেন।

পাসপোর্ট ইন্ডেক্স ২০১৮তে জানানো হয়, শুধুমাত্র ৩১টি দেশে যাওয়ার ক্ষেত্রে আরব আমিরাতের কাউকে ভিসার প্রয়োজন হয়। দেশটির ৪৭তম জাতীয় দিবসের আগে এরকম একটি খবরে উচ্ছ্বসিত আমিরাত সরকার। তারা এ অর্জনকে ব্যতিক্রমী অর্জন বলেও আখ্যায়িত করেছে।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily