করোনা সংবাদঃ
২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরো প্রায় ৪ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে প্রায় পৌনে দুই লাখ এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৫ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি সাড়ে ১৫ লাখ ছাড়িয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৬ জুলাই, সোমবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৬৮১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ লাখ ৩৬ হাজার ৭৭৬ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৬৫ লাখ ৩৫ হাজার ৪৯২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৪ লাখ ৮৪ হাজার ৪১৩ জনের মধ্যে ৫৮ হাজার ৫৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২৯ লাখ ৮২ হাজার ৯২৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ লাখ ৪ হাজার ৫৮৫ জন শনাক্ত হয়েছেন। এছাড়া ভারতে ৬ লাখ ৯৭ হাজার ৮৩৬ জন (তৃতীয়), রাশিয়ায় ৬ লাখ ৮১ হাজার ২৫১ জন (চতুর্থ) ও পেরুতে ৩ লাখ ২ হাজার ৭১৮ জনের (পঞ্চম) শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো – স্পেন (২ লাখ ৯৭ হাজার ৬২৫ জন), চিলি (২ লাখ ৯৬ হাজার ৫৩২ জন), যুক্তরাজ্য (২ লাখ ৮৫ হাজার ৪১৬ জন), মেক্সিকো (২ লাখ ৫৬ হাজার ৮৪৮ জন) ও ইতালি (২ লাখ ৪১ হাজার ৬১১ জন)।

মৃতের হিসেবেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৫৬৯ জন। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ হাজার ৯০০ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে তৃতীয় সর্বোচ্চ ৪৪ হাজার ২২০ জন, ইতালিতে চতুর্থ সর্বোচ্চ ৩৪ হাজার ৮৮১ জন ও মেক্সিকোতে পঞ্চম সর্বোচ্চ ৩০ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়েছে।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে – ফ্রান্স (মৃত্যু ২৯ হাজার ৮৯৩ জন), স্পেন (মৃত্যু ২৮ হাজার ৩৮৫ জন), ভারত (মৃত্যু ১৯ হাজার ৭০০ জন), ইরান (মৃত্যু ১১ হাজার ৫৭১ জন) ও পেরু (মৃত্যু ১০ হাজার ৫৮৯ জন)।

এছাড়া রাশিয়ায় ১০ হাজার ১৬১ জন, বেলজিয়ামে ৯ হাজার ৭৭১ জন, জার্মানিতে ৯ হাজার ৮৬ জন, কানাডায় ৮ হাজার ৬৮৪ জন, চিলিতে ৬ হাজার ৩০৮ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ১২৭ জন, সুইডেনে ৫ হাজার ৪২০ জন, তুরস্কে ৫ হাজার ২২৫ জন, ইকুয়েডরে ৪ হাজার ৭৮১ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, পাকিস্তানে ৪ হাজার ৭১২ জন, কলম্বিয়ায় ৪ হাজার ৬৪ জন, মিসরে ৩ হাজার ৩৪৩ জন, ইন্দোনেশিয়ায় ৩ হাজার ১৭১ জন, দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ১৯৯ জন, ইরাকে ২ হাজার ৪৭৩ জন ও বাংলাদেশে ২ হাজার ৫২ জন এই মহামারীতে প্রাণ হারিয়েছেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily