সারাদেশঃ দিনাজপুর জেলার বিরামপুর থানার মিরপুর এলাকা এক আম বাগান থেকে একটি মিনি গাঁজা উৎপাদনের বাগান উদ্ধার করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার দিনাজপুর এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরমাপুর সার্কেলের নেতৃত্বে, বিরামপুর থানার অ‌ফিসার ইনচার্জ ও ফোর্স সহ বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা করেন।

১৩ মে বিকাল ০৫:০০ ঘটার দিকে ওই বাগান থেকে বড় সাই‌জের ৪০ টি, মাঝা‌রি ১০ টি, ছোট ৩৮ টি, সর্বমোট=৮৮ টি গাঁজার গাছ, যার ওজন-২০০ কেজি, মুল্য-২০,০০০০০/- (বিশ লক্ষ) টাকা। গাঁজা বাগান উদ্ধারের সময় একজন খামারীকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮, ৩৬ টেবিলএর ১৮(খ) ধারায় মামলা রজু করা হয়।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily