আইন আদালতঃ
রাজধানীর খিলক্ষেত থানা এলাকা হতে বিদেশী মদ ও হুইস্কিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আজিবুর রহমান (৩৮) ও মোঃ মাসুদ (১৯)। এ সময় তাদের হেফাজত হতে ২৬৪ ক্যান বিদেশী বিয়ার ও ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর ২০১৯ রাত ৮.২০ টায় খিলক্ষেত হতে বাড্ডাগামী ফ্লাইওভারের নীচে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রয় করত।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা রুজু হয়েছে।

-ডিএমপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily