বিপর্যয় কাটিয়ে লড়ছে মিঠুন-মুশফিক

স্পোর্টস ডেস্কঃ

প্রথম দিকের বিপর্যয় সামলে মিঠুন-মুশফিকের ব্যাটে এগিয়ে চলেছে বাংলাদেশ। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দলের এমন মহাবিপর্যয়ের মুখে হাল ধরলেন মোহাম্মদ মিঠুন আর মুশফিকুর রহীম।

তৃতীয় উইকেট জুটিতে মিঠুন-মুশফিকের অবিচ্ছিন্ন আছেন ১১০ রানে। দুইজনই ফিফটি করেছেন। ২২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১৪ রান।

এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচে সূচনাটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। লাসিথ মালিঙ্গার প্রথম ওভারেই সাজঘরে ফিরেন দুই টাইগার ব্যাটসম্যান। মালিঙ্গার ওভারের পঞ্চম বলে আলতো করে ব্যাট ছুঁইয়ে দেন লিটন। সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে সহজেই ক্যাচটি তালুবন্দী করেন মেন্ডিস।

নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসা সাকিব আল হাসানকে পরের বলেই ফিরিয়ে দেন মালিঙ্গা। রানের খাতা খোলার আগেই পরিষ্কার বোল্ড বাঁ-হাতি এই অলরাউন্ডার।

বালাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

-আরবি

FacebookTwitter