তথ্য প্রযুক্তিঃ

দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলার বাঘিনীরা। ইতোমধ্যে দেশের ক্রিকেট ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

সারা দেশের ক্রিকেটপ্রেমীরা মালয়েশিয়ায় হতে যাওয়া আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এই বিশ্বকাপের টান টান উত্তেজনাময় একটি মুহূর্তও যেন ভক্তরা মিস না করে, সেজন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি বিনামূল্যে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ সম্প্রচার (স্ট্রিমিং) করবে।

১৮ জানুয়রী ২০২৫ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটি আগামী ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। সকল ম্যাচ টফিতে (এক্সক্লুসিভলি) সম্প্রচারিত হবে।

বাংলাদেশের নারী ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সিনিয়র দলের ঝুঁলিতে ইতোমধ্যেই অনেক সাফল্য যুক্ত হয়েছে।

এবার আগামী দিনের চ্যাম্পিয়নদের (অনূর্ধ্ব-১৯ দল) আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করার পালা। এই বিশ্বকাপ ভবিষ্যতের তারকা ক্রিকেটারদের অনবদ্য পারফরম্যান্স দেখার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে।

দেশবাসীর জন্য সকল ম্যাচ বিনামূল্যে স্ট্রিমিং করবে টফি।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “বিশ্বমানের বিনোদন সবার দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক। বাংলাদেশের বাঘিনীরা এগিয়ে যাচ্ছে; তাদের এই অগ্রযাত্রার সহযোগী হতে আমরা আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবো।

ক্রিকেট ফ্যানরা টফিতে বিনামূল্যে ম্যাচ দেখতে পারবেন। এই উদ্যোগ ক্রীড়াক্ষেত্রে নারীদের সমান প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।

তিনি আরও বলেন, সারা দেশের ভক্তরা যেন এই উদযাপনে অংশগ্রহণ করতে পারে এজন্য এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা। আসুন আমরা সবাই মিলে আমাদের বাঘিনীদের এই বিশ্বকাপ যাত্রায় উৎসাহ প্রদান করি। আমাদের বাঘিনীদের জন্য শুভকামনা।”

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily