ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, শেরে বাংলানগর ও হাজারিবাগসহ আশপাশের আরও এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

গতকাল সোমবার রাত থেকে এই সরবরাহ বন্ধ রয়েছে।

এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেসন্স) শফিকুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, সড়ক ও মহাসড়ক বিভাগ কর্তৃক সাভারের আমিন বাজারের সালেহপুর ব্রিজের কাজ করার সময় তিতাসের ফিডার লাইন ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে গতকাল রাত ৯টা থেকে রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর ও হাজারিবাগসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমানে সেখানে তিতাসের লাইন মেরামতের কাজ চলছে।

‘আশা করছি আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর ওইসব এলাকার গ্যাস সরবরাহ ঠিক হয়ে যাবে। আর এর মধ্যে বিকল্প হিসেবে অন্যান্য জায়গা থেকে গ্যাস এনে রাজধানীর গ্যাস সরবরাহ যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে’, বলেন তিনি।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily