করোনা সংবাদঃ
করোনা (কোভিড-১৯) মহামারীর দ্বিতীয় পর্যায় চলছে। এখনো আবিষ্কার হয়নি কাঙ্ক্ষিত ভ্যাকসিন। তবে এই ভ্যাকসিন এলে তা দেশের সব মানুষকে বিনামূল্যে দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
৩০ নভেম্বর, সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যমের কর্মীদের এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেশে ভ্যাকসিন এলে সবাইকে তা বিনামূল্যে দেয়া হবে। এছাড়াও ৩ কোটি ডোজ ভ্যাকসিন আনার জন্য ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, ঢাকা ও ঢাকার বাইরে করোনা প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। আরো কিছুদিন দেখা হবে। এর মধ্যে জনগণ সচেতন না হলে প্রয়োজনে জেল-জরিমানাও করা হবে।
-কেএম