অনলাইন ডেস্কঃ

জাতীয়
বি. চৌধুরীর সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপের আহ্বানে সাড়া দিয়ে বিকল্পধারাকে ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাত টায় গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।

শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বি. চৌধুরীর বারিধারার বাসভবন মায়াবীতে গিয়ে শেখ হাসিনার আমন্ত্রণপত্র বি. চৌধুরীর কাছে হস্তান্তর করেন।

চিঠি গ্রহণ করে বি. চৌধুরী বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর আমাদের প্রেসিডিয়াম বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে আমরা প্রধানমন্ত্রীকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছি। প্রধানমন্ত্রী রাজি হয়েছেন, সেটা বিকল্পধারার দাবি ছিল।

বি. চৌধুরী বলেন সংলাপ ছাড়া সমস্যার সমাধান হয় না। তাই আমাদের প্রেসিডিয়ামদের সবার সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি সংলাপের জন্য।

আমন্ত্রণ পেয়ে বিকল্পধারার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily