করোনা সংবাদঃ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

২৩ জুন, মঙ্গলবার বিএমএর কেন্দ্রীয় কার্যলয় থেকে এই তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এ সভাপতি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর সোমবার রাতে তার শ্বাসকষ্ট হচ্ছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেয়া হয়। বর্তমানে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। তার ডায়াবেটিকস রয়েছে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকার লালবাগ (ঢাকা-৭) আসনের সাবেক এমপি এবং স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৪৬৪ জন মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। আর মোট সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।

২১ জুন, রবিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily