অণলাইনঃনরসিংদী ২ আসনে পাচদোনা এলাকায় বিএনপি প্রার্থী মঈন খানের নির্বাচনী প্রচারনায় হামলার ঘটনা ঘটেছে।
আজ দুপুরের এ হামলায় গুলি সহ চাপাতি দিয়ে আক্রমণ করে দলটির ৫০ জন নেতাকর্মীকে আহত করা হয়েছে।
আহতদের অনেককে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতদের কাউকে কাউকে ঢাকায় আনা হচ্ছে।