বিএনপি নেতৃত্বাধীন ২০ দল জাতীয় ঐক্যে সম্মত

অনলাইন ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশ, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের বিষয়ে সম্মত ২০ দল।

আজ রোববার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কর্যালয়ে জোটের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০ দল সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনে সম্মত হয়েছে। এ বিষয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে জাতীয় ঐক্যের যে কথা বলেছেন তাতেও সমর্থন জানিয়েছে।

বৈঠক শেষে ২০ দলের শরীক দলের এক নেতা জানান, আমাদর আজকের বৈঠকের মূল আলোচনা ছিলো চলমান রাজনৈতিক সংকট সমাধানে খালেদা জিয়ার মুক্তি, তার সুচিকিৎসা ও আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবী আদায়ে যে কোনো মূল্যে বৃহত্তর জাতীয় ঐক্য গঠন।

জোটের অপর এক শরীক দলের সভাপতি বলেন, জোটের আলোচনার মূল বিষয় ছিলো বৃহত্তর ঐক্য। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য গঠনে ২০ দলীয় জোট সম্মত হয়েছে। এছাড়া জোটের ঐক্য ধরে রাখার বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকরে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন মাহমুদ চৌধুরী।

২০ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য এ টি এম আবদুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ, এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব ড. রেদোয়ান আহমদ, লেবার পার্টির একাংশের সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার ব্যারিস্টার তাসনিয়া প্রধান, জাতিয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জমিয়তে উলামা ইসলাম সভাপতি মুফতি ওয়াক্কাস, নূর হোসেন কাসেমী, ইসলামি ঐক্যজোটের অ্যাডভোকেট আবদুর রকিব, পিপলস লীগের সভাপতি গরিবে নেওয়াজ, ন্যাপ ভাসানির সভাপতি আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির সাভাপতি ব্যারিস্টার সাঈদুল হাসান ইকবাল।

-আরবি

FacebookTwitter