বিএনপির হরতালে গাড়ি চালানোর ঘোষণা

বিএনপির হরতালে গাড়ি চালানোর ঘোষণা
বিএনপির হরতালে গাড়ি চালানোর ঘোষণা

রাজনীতিঃ
বিএনপির হরতালে গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

শনিবার (০১ ফেব্রুয়ারি) হরতাল ঘোষণা পরপরই এ ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

এরআগে ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার (০২ ফেব্রুয়ারি) হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ভয়াবহ রকমের কারচুপি, জালিয়াতি জবরদস্তি করে নির্বাচনের রায়কে পদদলিত করে, একেবারেই তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে এ নির্বাচনকে প্রভাবিত করে, লুট করে ফলাফল নিয়ে যাওয়া হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এর প্রতিবাদে সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল আহ্বান করছি।

ফখরুল বলেন, আমরা আশা করছি ঢাকাবাসী তাদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে এ হরতাল পালন করবেন। আর গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবেন।

সংবাদ সম্মেলনে ফখরুল আরো বলেন, আমাদের এ হরতালের আওতায় থাকবে না অ্যাম্বুলেন্স, ওষধবাহী গাড়ি, ওষধের দোকান, খাবার দোকান। আমরা সম্পূর্ণভাবে এ নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করছি। শুধু ঢাকায় এ হরতাল পালন করা হবে বলেও জানান তিনি।

অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ব্যর্থতা ঢাকতেই অগণতান্ত্রিক হরতাল আহ্বান করেছে বিএনপি। নিশ্চিত পরাজয় জেনেই তড়িঘড়ি করে হরতাল ডেকেছে তারা। তবে জনবিরোধী যে কোনো কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে আওয়ামী লীগ।

-ডিকে

FacebookTwitter