রাজনীতিঃ
বিএনপি নেতা ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে তাকে গ্রেফতার করে পুলিশ।
মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইশরাকের বিরুদ্ধে হয়তো কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তিনি বর্তমানে মতিঝিল থানা হেফাজতে আছেন।
তিনি জানান, সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। লিফলেট বিতরণের সময় তাকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।
রাজধানীর মতিঝিল থেকে আটকের পর বিএনপি নেতা ইশরাক হোসেনকে দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের মতিঝিল বিভাগের এডিসি এনামুল হক মিঠু।
তিনি বলেন, ইশরাক হোসেন গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০২০ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
-টিপু