নরসিংদীর শিবপুরে বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহীর নির্বাচনী ক্যাম্প ও দলীয় কার্যালয়ে ভাঙচুর ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এসময় মাহিয়া (১০) নামে এক মাদ্রাসা ছাত্রী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
আহত মাহিয়া শিবপুরের এলাকার মৃত জালাল মিয়ার মেয়ে ও শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা দলীয় কার্যালয়সহ ৬টি গাড়ি ও ২০টি মোটরসাইকলে ভাঙচুর করে।
পুলিশ ও নেতাকর্মী জানান, দুপুরে নরসিংদী-৩ শিবপুর আসনের বিএনপির প্রার্থী মঞ্জুর এলাহী শতাধিক নেতাকর্মী ও গাড়িবহর নিয়ে শিবপুর কলেজগেট এলাকায় বিএনপির দলীয় কার্যালয় ও নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করতে যান। পরে নির্বাচনী ক্যাম্প উদ্ধোধন শেষে সভা করছিলেন নেতাকর্মীরা। এ সময় ৪টি মাইক্রোবাসে করে মুখোশধারী ২৫-৩০ জনের একটি দল অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়, মোটরসাইকেল ও গাড়ি। এ সময় তাদের ছোড়া গুলিতে মাহিয়া আহত হয়। এছাড়া ভাঙচুরের সময় আহত হন কমপক্ষে ১০ জন। পরে ছাত্রীসহ আহতদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত পথচারী এমএ সিদ্দিত কাঞ্চন বলেন, আমার রাস্তার পাশে দাঁড়ানো ছিলাম। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হঠাৎ বৃষ্টির মতো গুলি শুরু করে মুখোশধারী একদল যুবক। মুড়ির মতো করে গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করছিল। এ সময় মাদ্রাসার ভেতরে থাকা এক ছাত্রী গুলিবিদ্ধ হয়।
হাসপাতালের বেডে শুয়ে মাহদিয়া জানায়, গন্ডগোলের শব্দ শুনে আমি বারান্দায় কাপড় সরিয়ে বাইরের ঘটনা দেখছিলাম। ওই সময় কিছু একটা এসে আমার হাতে লাগে। আমি সরে গিয়ে দেখি রক্ত ঝরছে। পরে আর আমার কিছু মনে নেই।
শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে তৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে কে বা কারা হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।