বিএনপিকে বাদ দিয়ে কেউ নির্বাচন চায় না

অনলাইন ডেস্কঃ

বিএনপিকে বাদ দিয়ে কেউ নির্বাচন করতে চায় না- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার চায় সবার অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু বিএনপি নিজেরাই নিজেদের যদি বাদ দেয় তাহলে আমাদের কী করার আছে?’

শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে এসব কথা বলেন তিনি।

এসময় সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি কোটা আন্দোলনে ব্যর্থ, বিদেশিদের কাছে নালিশ করেও ব্যর্থ এবং সর্বশেষ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ওপর ভর করে ব্যর্থ হয়ে এখন তাদের রাজনীতি গুজব সন্ত্রাসে পরিণত হয়েছে। বিএনপি এবারও নির্বাচনে অংশগ্রহণ না করে ২০১৪ সালের মতো পরিস্থিতি সৃষ্টির জন্য উঠেপড়ে লেগেছে। সে আলামত তাদের বিদ্বেষপূর্ণ ভাষায় স্পষ্ট বোঝা যাচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে কেউ নির্বাচন করতে চায় না। সরকার চায় সবার অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু বিএনপি নিজেরাই নিজেদের যদি বাদ দেয় তাহলে আমাদের কী করার আছে?’

২১ আগস্টের গ্রেনেড হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি নেতারা সরাসরি জড়িত। তাদের পরিকল্পনায়, তাদের নির্দেশনায়, তাদের ভাড়া করা রাজনৈতিক কিলাররা এ হত্যাকাণ্ড ঘটিয়ে ছিল। বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে, হাওয়া ভবনের সরাসরি পরিকল্পনায় এ হামলার নির্দেশনা দেয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, দেশের মানুষ খুশি। বিএনপি শুধু অখুশি। এ হত্যাকাণ্ডের নেপথ্যে বিএনপি নেতারাই জড়িত। কাজেই তাদের তো এখানে গায়ে জ্বালা হবেই। কারণ এটা আবার তাদের (বিএনপি) রাজনীতিতে নতুন করে সংকটে ফেলবে। তারা এমনিতেই সংকটে আছে।’

FacebookTwitter