জাতীয়ঃ
প্রাণাঘাতী করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বেশির ভাগই বন্ধ। এতে কাজ হারিয়েছেন অনেকে। এমন অবস্থায় বাড়িভাড়া দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ভাড়াটিয়ার।

তাই মানবিক দিক বিবেচনায় বাড়িভাড়া ৬০ শতাংশ কম নিতে বাড়িওয়ালাদের প্রতি নির্বাহী আদেশ জারি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

১৭ মে, রবিবার এ আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।

আবেদনে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের প্রধান অভিভাবক। করোনা পরিস্থিতিতে জনগণ আজ মারাত্মক সংকটের মুখোমুখি। দীর্ঘদিন সাধারণ ছুটি চলমান থাকায় মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন জীবন-জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন অবস্থায় ভাড়া দিতে না পেরে বাড়িওয়ালা কর্তৃক প্রতিনিয়ত অপমানের শিকার হতে হচ্ছে অসংখ্য ভদ্র পেশাজীবীর।

সম্প্রতি কুষ্টিয়ায় বাড়িভাড়া দিতে না পারায় এক নারীকে আগুন ধরিয়ে দেন বাড়িওয়ালার ছেলে। ঢাকায় এক বাড়ির মালিক তার ভাড়াটিয়াকে রাতের বেলায় রাস্তায় বের করে দেন। অবস্থা এমন দাঁড়াচ্ছে যে, মধ্যবিত্ত পেশাজীবীরা নিজের অভাবের কথা লোক লজ্জায় কাউকে বলতেও পারেন না। আবার অভাবের কষ্টও সহ্য করা যাচ্ছে না।

তাই মানবিক দিক বিবেচনায় সাধারণ পেশাজীবীদের এপ্রিল মাস থেকে বাসাভাড়ার শতকরা ৬০ ভাগ মওকুফ করার জন্য নির্বাহী আদেশ জারি করুন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily